সেই স্কুল
সেই ছোট্ট বেলার স্কুল ,
সেই ছোট্ট বেলার স্মৃতি ।
ভুলিনি আজও, আর ভুলতেও চাইনা কখনো ।
সেই স্কুলের সাথে ,
জড়িয়ে আছে আমার ছোট বেলা ।
সেই স্কুলের হাতে হাত দিয়েই শিখেছি,
প্রথম কাগজে পেন্সিল দিয়ে টান দেওয়া ।
সেই স্কুলের হাতে হাত দিয়েই শিখেছি,
প্রথম অ,আ লেখা ।
জন্মের পর প্রথম বন্ধুত্বের ছোঁয়াটাও ,
সেই স্কুল থেকেই পেয়েছি ।
তাদের কি ভোলা যায় ?
জীবনের পাতায় প্রথম লেখাটাও,
সেই স্কুল থেকেই লেখা হয়েছে, আমাদের জীবনে।
স্কুলে করা দুষ্টুমি ,
সেই বড় দিদিমনির কাছে পাওয়া শাস্তি ,
আজও খুব মনে পড়ে ।
স্কুলের দিদিমনি দের আদর
স্কুলের অনেক দিদিমনি দের দেখে পাওয়া ভয়,
আজ বড় হয়ে গেছি অনেকটাই
কিন্তু সেই ভয়টা আজও একই আছে ।
আজও যখন স্কুলে যাই ,
ছোট বেলাটা আজও ফিরে পাই ।
ছোট্ট বেলার সব স্মৃতি, চোখে ভাসে ওঠে
কানটা আবার ছোট্ট বেলার
আওয়াজগুলো খুঁজতে,
শুনতে ব্যস্ত হয়ে পরে ।
- ধীমান
Comments
Post a Comment