ভাবনা মাত্র ( ছোট গল্প)


বেশ ভালোই আছো তুমি
আর ভালো থাকবে নাই বা কেন ?
ভালো আছো তা দেখে
আজ আমিও অনেক খুশি।
তুমি ভালো থাকো সব সময় এটাই তো চেয়েছি আমি ।
আজ হঠাৎ তোমায় দেখে ,
ছোট্ট বেলার সব স্মৃতি ভেসে ওঠে চোখের সামনে।
সেই ছোট্ট বেলার স্কুলে যাওয়া ,
এক সাথে বাড়ি ফেরা ।
আজকে তোমার তাকানো দেখে মনে হচ্ছিলো
হয়তো তোমার ও ছোট্ট বেলার ,
সব কথাগুলো মনে আছে আজও ,
কিন্তু সেটা ছিল আমার ভাবনা মাত্র ।
যাইহোক অনেক দিন পর দেখছিলাম তোমাকে ,
ছোট্ট বেলার হাঁসিটা আজও একই আছে
কিন্তু সেই হাঁসিটা আজ আর আমার জন্য নয় ।
এক সময় তো ইচ্ছে হচ্ছিল যে
অটোরিকশাটা কে থামিয়ে তোমার সাথে একটু কথা বলি, জিঞ্জেস করি কেমন আছো তুমি ?
জানতে ইচ্ছে করছিল,
তোমার ছোট মেয়েটির নামটা কি ?
ভাবতে ভাবতে কিছুই জিঞ্জেস করা হলো না তোমায় ।
কিছু সময় পর
তোমার ঠিকানায় এসে পরলে তুমি।  
আর হয়তো কখনো দেখা হবে না আমাদের । হয়তো এটাই আমাদের শেষ দেখা,
আর তোমার শেষ কথা ।
আমি ছোটবেলার ভাবনা ভাবতে
এতোটাই ব‍্যস্ত ছিলাম যে তোমার কথাগুলো খেয়ালই করতে পারছিলাম না আমি ।
আমি আশা করছিলাম হয়তো জিঞ্জেস করবে,
কেমন আছি আমি ।
কিন্তু আফশোস তুমি জিঞ্জেস করলে,
"ড্রাইভার ভাড়াটা কতো ?"
  
        ‌‌                               - ধীমান

Comments