তোমার ব্যর্থ প্রেমিক
আমি জানি আমার অতীতে
আমি ছিলাম ভুল ।
বার বার কেন টেনে আনো
সেই অতীতটাকে যেখানে ছিলাম আমি ভুল ।।
আমি আজ বাঁচতে চাই এই বর্তমান নিয়ে।
যেখানে তুমি আর তোমার অফুরন্ত ভালোবাসা,
আর হয়তো সব কিছুটাই ভুল ।
আজ বাঁচতে চাই সেই বর্তমানে,
যেখানে তুমি আমায়
ভুল থেকে শুদ্ধের পথে নিয়ে এসেছো,
তোমার ভালোবাসা দিয়ে।।
আজ ভুলে গেছি,
সেই ফেলে আসা অতীতটাকে ।
আজ শুধু বাঁচতে চাই, হ্যাঁ বাঁচতে চাই
শুধু তোমার ভালোবাসা নিয়ে।।
- ধীমান
Comments
Post a Comment