অপরূপা
কি গো সুন্দরী ! ভালো আছো ?
অনেক সুন্দর তুমি , তুমি অপরূপা ।
তোমার সাথে দেখা সেই অনেক আগে
তোমার মনে আছে কি সেথা ,
কি গো অপরূপা ?
প্রথম দেখা সেই স্বপ্নে , হ্যাঁ তুমিও কল্পনা ।
কল্পনাতেই এঁকেছি আমি তোমায় ,
আর কল্পনাতেই বুনেছি ছবি তোমার ।
হ্যাঁ তুমি আমার সেই অপরূপা ।।
তোমার সেই নীল চোখে,
তোমার মুখে আসা এলোমেলো চুলে,
তোমার অপরূপ সৌন্দর্যে আজ বেঁধেছি নিজেকে,
তুমি শুনতে পাচ্ছো কি অপরূপা ?
তুমি কল্পনা ।
তোমাকে ভালোবাসার অধিকার
আমার অপরিসীম রুখতে পারবে না তুমিও ।
চিঠি রইল তোমার জন্য অপরূপা ।।
- ধীমান
Comments
Post a Comment