কল্পনা
কল্পনা আজ বুনবো ঘর তোমায় নিয়ে ,
ডুবে থাকবো শুধু তোমারই ঘর বুনতে ।
না থাকবে না চাওয়া দুঃখের ঝঞ্ঝাট ,
না থাকবে না চাওয়া চিন্তা অবসাদ ।
খুঁজে নেবো কোন কল্পনার তুমি কে,
ডুবে থাকবো শুধু তোমারই ভালবাসাতে ।
আচ্ছা কি রাখবো তোমার নাম সেই কল্পনাতে ?
কত শত কল্পনার গল্প বুনবো তোমায় নিয়ে,
কত শত কাব্য লিখবো কল্পনাতে ।
নিজেকে রাজকুমার
আর রাজকন্যা বানাবো তোমাকে কল্পনাতে ।
- ধীমান
Comments
Post a Comment