আফসোস

আজও ভালোবাসি তোকে,
আজও ইচ্ছে হয় হাতে হাত,
চোখে চোখ রেখে কথা বলি তোর সাথে
আফসোস তুই আর আমার নয় ।

আজও ইচ্ছে হয়
তোর হাতে হাত রেখে
তোর সব দুঃখ আমার করে নিতে
আর আমার সব সুখ তোর করে দিতে,
আফসোস তুই আর আমার নয় ।

আজও তোর ফোনের আওয়াজে
অজানা খুশিতে ভরে উঠে মনটা,
কেন জানিস?
কারণ আজও অনেক ভালোবাসি তোকে ।

আজও ইচ্ছে হয়
তোর ঠোঁটের ছোঁয়া পেতে,
ইচ্ছে হয় তোর চোখে ডুবে থাকতে
আফসোস তুই আর আমার নয় ।।

- ধীমান

Comments