সিনে আড্ডার কিছু না বলা গল্প

স্বপ্ন ছোট সিনেমা বানানোর, স্বপ্নটা দেখেছিলাম অনেক আগে। কলেজের প্রথম দিকে ফোটোগ্রাফির সখ আর সেই থেকেই ছোট সিনেমা বানানোর সখ জেগে উঠল মনে । ২০১৪-১৫ ইংরেজিতে মাথা বেঁধে লেগেছিলাম, না সিনেমা বানাবোই । কিন্তু স্বপ্ন দেখা যতটা সহজ ছিল, তার থেকে বেশি কঠিন ছিল স্বপ্নটা সত্যি করে দেখানোর । অনেক চেষ্টা করেও ব্যর্থতাকে মেনে নিতে হয়েছিল আমার । আস্তে আস্তে সিনেমা বানানোর স্বপ্নটা ভুলতে থাকলাম, অন‍্য কাজে নিজেকে জড়িয়ে নিতে থাকলাম, একদিন আমাদের ব‍্যাণ্ডের সকলের কাছে সিনেমা বানানোর কথাটা বললাম তো সবাই বললো হ্যাঁ বানানো যাক । এই বলে শুরু হলো আমাদের ছোট সিনেমা বানানোর কাজ । ৩টে সিন শুট হওয়ার পর অনেকটাই ভেঙ্গে পরেছিলাম তখন । কারণ ছোট সিনেমা বানানোর ছোট স্বপ্নটা ছিল আমার জন্য অনেক বড় । নিজেকে এভাবে ব্যর্থতার দিকে ঠেলে দিতে পারছিলাম না আমি ।
তারপর আসে ২০১৭, তখন আমি আমাদের ব‍্যাণ্ডের সুদিপের সাথে প্রায়ই কথা বলতে থাকতাম যে কিভাবে সিনেমা বানানো যায় । সুদিপ, আমি অনেক জায়গায় অনেক মানুষের সাথে কথা বলতে থাকতাম । ঠিক তখনই আসে আমার জীবনের রাস্তায় এক নতুন মোড় ।  আমাকে আর সুদিপকে এক ভদ্রলোক বললেন যে একটা জায়গায় নাকি সিনেমা বানানোর উপর একটা কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে আর ওইখানে গিয়ে যোগ দেওয়ার জন্য । তখন আমি আর সুদিপ সেই কর্মশালায় অংশগ্রহণ করি । কর্মশালায় সবাই ছিল  অচেনা, অজানা । আমার আর সুদিপের কর্মশালায় অংশগ্রহণ করার মুল উদ্দেশ্য ছিল কিছু মানুষ সংগ্রহ করা যাদের সিনেমা ভালো লাগে আর সিনেমা বানানোর ইচ্ছে আছে, আর আমরা জানতাম এই কর্মশালাতেই পাওয়া যাবে আমাদের সপ্ন সত্যি করার অনেক মানুষ ।
কর্মশালার শেষ দিনে আমি আর সুদিপ কথা বলি কর্মশালায় অংশগ্রহণ করা একটি মেয়ের সঙ্গে যে মেয়েটির নাম ছিল স্মরণিয়া । ওর সাথে কথা বলার পর কথা বলেছিলাম কর্মশালার একটি ছেলে যুবরাজের সাথে । যুবরাজের সাথে কথা বলার কারণ ছিল যুবরাজের কর্মশালার প্রত্যেকর সাথেই চেনা জানা ছিল । যারা যারা ইচ্ছুক ছিলো যুবরাজ সবাইকে নিয়ে একটা হোয়াটস্এপ (৮/৬/১৭) গ্রুপ তৈরি করে আর সেখান থেকেই পরিচয় হয় সবার আমাদের সাথে । আর এখান থেকেই শুরু হয় আমাদের সিনে আড্ডার পথ চলা ।  প্রথম চলার পথে যারা সিনে আড্ডার সাথে আসে তারা হলো স্মরনীয়া, যুবরাজ, মনিষা, অপরাজিতা, মোহনা, বিরাজ, রাজু, দিপ, সুরজিৎ, সুদিপ, সুমিত আর অবশেষে আমি ধীমান ।
তারপর সবাই মিলে আমরা আমাদের প্রথম প্রচেষ্টা  "উড়ান - স্টোরি ওফ থ্রি বয়েস্" ছোট সিনেমাটি তৈরি করি । ছোট সিনেমাটি তৈরি করতে গিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতেও হয়েছিল । একের পর এক বিপত্তি আমাদের পিছু করে যাচ্ছিল । অবশেষে ৩রা এপ্রিল, ২০১৮ তে আমাদের জেলা গ্রন্থাগারে মুক্তি পায় আমাদের ছোট সিনেমাটি ।
আমাদের সাথে আজ আরও অনেক জড়িত হয়েছে নতুন মুখ আর ওরা ও সিনে আড্ডার জন্য কাজ করে যাচ্ছে অনেকটাই । 
আর তার সঙ্গে আমরা সিনে আড্ডা বর্তমানে আমাদের আরো একটি ছোট সিনেমা নিয়ে কাজ করে যাচ্ছি আপনাদের জন্য ।

     - ধীমান

Comments