সাক্ষী এই শহর

কতো শত কথা আছে লুকিয়ে
এই শহরে ।
কতো শত প্রেমিক প্রেমিকার
ভালোবাসার সাক্ষী গেঁথে আছে আজও
এই শহরে ।

কোনো রাস্তার, গলির আনাচে কানাচে,
হয়তো কতো প্রেমের গল্প আছে লুকিয়ে ,
এই শহরে।
হয়তো কারোর মন ভাঙ্গা কান্না,
বা কারো প্রেমের খুশির হুল্লোড়
শুনতে পাওয়া যায় আজও
এই শহরে ।

ষ্ট্রিট লাইটের আলোয় রাতের আঁধারে,
একা হয়ে পড়া এই শহরে,
রাস্তাঘাটে গলির আনাচে কানাচে
বালিশ ভেজা কান্না শুনতে পাওয়া যায়, আজও
এই শহরে ।

- ধীমান

Comments