না চাওয়া পৃষ্ঠা

না কিছু বললে তুমি,
না কিছু বললাম আমি ।
কেনো রয়েছিলে তুমি এত চুপটি করে ?
ঘুরে ফিরে শুধু আমাকেই দেখছিলে,
হ্যাঁ আমিও দেখছিলাম,
সে কথাটাও মিথ্যে নয়।

তাকিয়ে তাকিয়ে, তোমার সেই মিষ্টি হাসি,
উফ্ সেই হাসি এখনো গেঁথে রয়েছে আমার মনে।

জানো তোমার তাকানো
আর সেই মিষ্টি হাসি তোমার অজান্তে
অনেক কিছু বলে দিয়েছে আমায় ।

আমার ফিরে যাওয়ার সময়
তুমি যে এভাবে আসবে
আমি ভাবতেও পারিনি ।

ফিরে আসার সময় দু হাত ভর্তি ক‍্যামেরার ব‍্যাগে,
হাতগুলো এমন ভাবেই বন্দি ছিল
শেষ বারের মত হাত বাড়িয়ে আসি,
তাও বলতে পারলাম না ।।
 
                               - ধীমান

Comments