"জয় হিন্দ ভারত মাতা কি জয়"
ভারতবর্ষ একটি অপূর্ব দেশ, যে দেশে সব ধর্মই মিলে মিশে এক হয়ে চলছে । কিন্তু কিছু মানুষ আছে যাদের জন্য দেশের আগে ওরা রাজনীতিকে প্রাধান্য দিয়ে থাকে ।
আমাদের দেশের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছিল, যারা একের পর এক সংগ্রাম করে গিয়েছিলেন, উনারা ছিলেন আমাদের দেশের নায়ক, নেতাজী সুভাষ চন্দ্র বসু, ভগত সিং, আবুল কালাম আজাদ, চন্দ্র শেখর আজাদ, আরো অনেকেই আছেন ।তখনকার সময়েও কিছু মানুষ ছিলেন যারা দেশের আগে নিজের জন্য ভেবেছিলেন, উনারা সংগ্রাম শুরু তো করতেন কিন্তু নিজের কোন কারণে সেই সংগ্রাম বন্ধ করে দিতেন ।
এতো সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার পর আমাদের কর্তব্য যে এই দেশের একতা কে অটুট রাখা । কিন্তু কিছু মানুষের জন্য দেশের আগে ওদের রাজনীতি বড় হয়ে দাঁড়িয়েছে ।
জহর লাল নেহেরু ইউনিভার্সিটি থেকে কয়েক দিন আগে স্লোগান এসেছিল "ভারত তেরে টুকরে হঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ" । আজ সেই স্লোগান করা ছাত্ররা দেশের নায়ক হয়ে দাঁড়িয়েছে, দেশের অনেক বুদ্ধিজীবী ওদের হয়ে কথা বলছে, কেন ?
এটা কিরকম দেশ ভক্তি যেখানে ওরা চাইছে দেশ টুকরো টুকরো হয়ে যাক ?
আমার প্রশ্ন সেই বুদ্ধিজীবীদের যারা ওই ছাত্রদের হয়ে কথা বলছিল ।
তাছাড়া দেশে থাকা অনেক রাজনীতি দল ওদের হয়ে কথা বলছিল । তো ওই দলগুলো কিভাবে দেশের জন্য ভালো কাজ করতে পারে ?
আরো অনেক কথা উঠেছিল দেশের বিরুদ্ধে যে দেশের মধ্যে নাকি অসহিষ্ণুতা বেড়ে গেছে, আর ওই কথাটা কারা বলেছে যাদের কাছে কোন কিছুর অভাব নেই, যাদের চারপাশে ঘুরতে থাকে ওদের দেহরক্ষীরা, তাদের মুখ থেকেই শোনা যাচ্ছে "দেশে অসহিষ্ণুতা বেড়ে গেছে" ।
কিন্তু সাধারণ মানুষ যারা কঠিন থেকে কঠিনতর মধ্যে দিয়ে জীবন কাটিয়ে যাচ্ছে, একদিনের রোজগার দিয়ে যারা একদিন খায়, সে মুসলিম/হিন্দু যাই হোক না কেন তাদের থেকে অসহিষ্ণুতার কথা শোনা যায়নি, কঠিন থেকে কঠিনতর মধ্যে দিয়েও নিজের দেশকে ভালবাসতে জানে ওরা ।
ধিক্কার জানাই ওই ব্যক্তিদের যারা অসহিষ্ণুতার কথা ছড়িয়ে দেশের একতা কে ভঙ্গ করার চেষ্টা করছে ।।
"ভারত মাতা কি জয়" এই কথা মুখে আনতেও অনেকর আপত্তি হয় । কিন্তু তার কারণ কি আজও বুঝতে পারলাম না । আমি হিন্দু, মুসলিম, শিখ, খৃষ্টান যে কোন ধর্মের হই না কেন, সব ধর্মেই মা কে সম্মান করতে শিখেছি । দেশ তো আমাদের সকলের জন্যই মা । তবে এই মায়ের জয় বলতে কীসের সমস্যা ?
আমাদের সকলেরই দেশের একতা নিয়ে ভাবতে হবে, দেশের ভালো যারা চাইবে তাদের পাশে দাঁড়াতে হবে ।
দেশের টুকরো যারা চাইবে ওদের মুছে দিতে হবে ।
জয় হিন্দ ।।
ভারত মাতা কি জয় ।।
- ধীমান
Comments
Post a Comment