ভূতের সাথে আড্ডা
রাতের ঘুমটা ভালই ছিল, হঠাৎ ঘুম ভেঙ্গে গেল। ঘুম ভাঙ্গার কারণ এক স্বপ্ন। আমার গলা টিপে ধরেছে এক বিকট চেহারা। হাঁফিয়ে উঠলাম ঘুম থেকে।
উঠে দেখলাম ওই বিকট চেহারা ওয়ালা বসে আছে পাশের বিছানায়।
আমি বললাম,
"কি ভায়া কি কাজে গলা টিপছিলে আমার ?"
বিকট চেহারা ওয়ালা বলল,
"আমার দুঃখ হয়, হিংসে হয়, আমিও চাই ঘুমাতে, ইচ্ছে হয় স্বপ্ন দেখতে।
আমি বললাম,
"তো ঘুমাতে কে না করলো তোমায়, তাছাড়া ভূত হওয়ার কারণ কি? আর ভূত হয়ে আমার গলাটাই পেয়েছ টিপতে?"
ভূতের উত্তর,
"তোমার গলা টিপতে যে বড় শান্তি পাই,
না ঘুমানোর স্বাদটা যে তোমাকে দিতে চাই
আমার মনের দুঃখ আজ তোমায় বলতে চাই।"
আমি বললাম,
"তোমার ও আবার মনে কথা আছে,
আচ্ছা বল, আমিও আজ শুনতে চাই।"
ভূত: হ্যাঁ ভূত হওয়ার আগে তো মানুষই ছিলাম, লিখা লিখি করতাম, সখ ছিল কবি টবি হব, আজ ভূত হয়ে বসে আছি। সিগারেট হবে?
আমি: তুমি সিগারেটও খাও? আচ্ছা দিচ্ছি, আচ্ছা কবি ভূত আর বল তোমার কাহিনী, কি লিখতে?
ভূত: আমার মৃত্যুর আগে আমি অনেক স্বপ্ন দেখতাম, স্বপ্নগুলো না ঘুমিয়েই দেখতাম। লিখতাম তো অনেক কিছু নিয়েই, বেশির ভাগ লেখা গুলো বর্তমান নিয়ে, মানে বর্তমানের সমস্যাগুলো নিয়ে। কিছু দিনের মধ্যে প্রেমেও পড়েছিলাম। তারপর থেকে আমার লেখাগুলোর মধ্যে ওকে নিয়ে এলাম। জানো বন্ধু, আজ আমি মরে গেছি কিন্তু আমার মনটা আজও জ্যান্ত ওর জন্য।
"মরে গিয়েও আজও লিখি ওকে নিয়ে,
মরে গিয়েও আজও শুনি ওকে মনে,
মরে গিয়েও আজও ভাবি ওর সুখ নিয়ে,
মরে গিয়েও আজও লিখি ওকে নিয়ে।।"
আমি বললাম: এতো ভালোবাসতে? আচ্ছা তাহলে তুমি মরলে কিভাবে?
ভূত: এতো ভালোবাসতে মানে ? আজও ভালোবাসি, আজও ওর দুঃখ হলে আমি ছুটে যাই, কিন্তু ওর চোখের জল মুছে দিতে আজ অন্য কেউ আমি নই।
আমার ভালোবাসায় কিছু কম ছিল যার কারণে আমর হাতটা ছেড়ে চলে যায় ও। আর এই ছেড়ে যাওয়াতেই তিলে তিলে মরতে থাকি আমি। শেষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছিলাম।
এতোটাই স্বার্থপর হয়ে গিয়েছিলাম আমি যে আমার মায়ের কথাও ভাবিনি, আজও কাঁদে আমার মা, আর ও আমার মৃত্যুর পর আমাকে চিনতেই পারেনি, এটাই আফসোস ।।
হঠাৎ মায়ের চিৎকার, "এই ওঠ কটা বাজে দেখলি আর কত ঘুমাবি?"
আমি : স্বপ্ন ছিল? বিছানা থেকে উঠতেই দেখলাম অর্ধেক সিগারেটটা পাশেই বিছানার নিচে পরে আছে !!
তাহলে এটা কি স্বপ্ন না সত্যি ?
- ধীমান
Comments
Post a Comment