উত্তরের অপেক্ষায়
অনেক মনে পড়ছে ,
ওই দিনটা যেদিন ফাষ্ট ইয়ারের ক্লাসে,
তোমাকে প্রথম দেখেছিলাম।
চারদিকের এতো চেঁচামেচির মধ্যেও
তুমি ছিলে চুপচাপ।
এতো মিষ্টি একটা চেহারা উফ্,
তোমার দিক থেকে চোখটা
ফিরিয়ে আনার ইচ্ছেই করছিল না।
আজও মনে আছে, যেদিন তোমাকে
বলেছিলাম যে ভালোবাসি,
তোমার উত্তর না ছিল
কিন্তু বলেছিলে প্রথম বন্ধুত্ব।।
আস্তে আস্তে
তোমার সাথে বন্ধুত্ব হওয়া,
তোমার আরো কাছে যাওয়া।
জানো,
তোমার হাসি মুখটা দেখার জন্য
আমি অনেক অপেক্ষা করতাম।।
হয়তো তুমি আমাকে
ভুলেই গেছো এখন।
কিন্তু আমার আজও মনে পড়ে তোমাকে,
কলেজের শুরু আর শেষে
তোমাকে চকলেট গুলো দেবার পর
তোমার সেই হাসিটা উফ্।
কলেজ ছাড়ার পর তোমাকে
অনেক খুঁজেছি,
সোস্যাল নেটওয়ার্ক থেকে ধরে সব জায়গায়
কিন্তু পাইনি তোমাকে ,
তার সাথে পাইনি একটা উত্তর
যার প্রশ্নটা ছিল
তুমি কি আমায় ভালোবাসতে?
- ধীমান
Comments
Post a Comment