মেয়েটির নাম তনুশ্রী

রোজ দেখি তোমায়
রোজ দাঁড়িয়ে থাকো,
টিউশন যাবার আগে।
রোজ খুঁজি তোমায়
তোমার আসবার সময় হলে।

জানিনা তুমি কে ,
অজানা তুমিকে
আজ জানতে বড়ো ইচ্ছে করে ।

রোজ দেখি তোমায়
রোজ দাঁড়িয়ে থাকো,
টিউশন যাবার আগে।

আচ্ছা তুমি কে ?
তুমিও কেন তাকিয়ে থাকো আমার দিকে ?
তোমার ঠোঁট ,
তোমার চোখ যেন কিছু বলতে চায়,
এই অজানা মানুষটিকে ।

                    -  ধীমান

Comments