দেশ বলে, বিদেশি মোরা

আজ নাকি বিদেশি মোরা,
তোবে মোদের দেশ কই ?
নেতারা করেছিল দেশ ভাগ,
আজ মোদের ঠাঁই কই ?

এপার বলে ওপারে যা
ওপার বলে এপারে ,
আজ মোরা যাই কই ?

আজ দেশ বলে, বিদেশি মোরা
তোবে মোদের দেশ কই ?

দেশের মধ্যে বিঁধেছিলে কাঁটাতার
বিঁধে আছে আজও মনে,
মনের বিঁধে থাকা ঘা সারাতে ,
আজ মোরা যাই কই ?

                        - ধীমান

Comments