শহর

      

শহর তুমি সুন্দরী,
শুধু লেগে আছে
কালো রাজনীতির দাগ।
তোমার রঙিন দেওয়ালে,
এঁকে দেয় ওরা,
কালো রাজনীতির ছাপ ।।

শহর তুমি সুন্দরী,
কিন্তু সেই  সৌন্দর্য্যে,
আজ পরেছে নিলামের ডাক ।।
শহর তুমি আজ নয় সুন্দরী ,
কালো রাজনীতি এনেছে,
তোমার সৌন্দর্য্যে আঁচ ।।

                         - ধীমান

Comments

Post a Comment