"জনগণ চায়নি বিভাজন"
রাজনীতি কখনো দেশ চায় নি ,
গদির লালসায় ,
চিঁড়ে ছিলে দেশ সাতচল্লিশে ।
সীমান্ত গড়ে ছিল রক্তের লাল দিয়ে।।
কত বীর মায়ের সন্তান,
দিয়ে ছিল প্রাণের আহুতি,
স্বাধীন রাষ্ট্র গড়তে ।
কত বীর মায়ের সন্তান,
গ্রহণ করেছিল ফাঁসির দড়ি ,
হাঁসি মুখে অখণ্ড ভারতবর্ষের স্বপ্নে ।।
কোথায় সেই স্বপ্ন ?
গদির লালসায় চিঁড়ে ছিলে দেশ,
চিঁড়ে ছিলে মন ।
গদির লালসায় ছড়িয়ে ছিলে ধর্ম যুদ্ধ,
কোনায় কোনায় ।।
গদির লালসায়
এতোটাই নেমে ছিলে নিচে ,
আল্লাহ ও ভগবানের,
পার্থক্যটা ও তোমরা গড়েছিলে ।
বিভাজন চায়নি কখনো জনগণ।।
- ধীমান
Comments
Post a Comment