তোমায় বলছি

এই, আমায় ভালোবাসো?
আমায় ভালোবেসে কি ভালো আছো ?
আমার প্রতি অভিমান
অভিযোগ নিয়ে কি আজও আছো?
তোমার উত্তর জানিয়ো।
এই, তুমি কি আজও লিখো ?
ভালোবাসার ছন্দে,
রুপকথার কাব‍্যে ,
আমাদের গল্প কি আজও ছাপো?
তোমার লেখা চিঠি পাঠিয়ো।
                          -ধীমান

Comments

Post a Comment