অভিযোগ
তোমার অভিযোগ ,
আমি নাকি আগের মতো
ভালোবাসি না তোমায়।
কথাটা একদম সত্যি।
সত্যি, আগের মতো
ভালোবাসতে চাইও না তোমায়।
তোমার আরো একটি অভিযোগ,
আমি নাকি আগের থেকে অনেকটা বদলে গেছি।
হ্যাঁ আমি বদলে গেছি,
বদলে গেছি অনেকটাই।
আমি আগের মতো তোমায়,
কেন ভালোবাসি না জানো?
কারণ আমি আগের থেকে ,
দিগুন বেশি ভালোবাসতে শিখেছি তোমায়,
আর সেই ভালোবাসাটি রাখতে চাই অটুট।
আর তোমার দ্বিতীয় অভিযোগটির কারণ জানো?
সেই অভিযোগটি, যে আমি বদলে গেছি,
কারণ আমাদের ভালোবাসার
শিকড়গুলো যাতে ভালোবাসার মাটিকে,
আরো ভালো করে আঁকড়ে ধরতে পারে।
আমাদের বেরঙিন স্বপ্নগুলোকে,
রাঙ্গিয়ে দিতে পারে, তাই আমি বদলে গেছি।
-ইতি তোমার ভালবাসার মানুষ (ধীমান)
Comments
Post a Comment