কল্পনার দৃশ্য

আমি হতে চাই না,
রাজকুমার তোমার গল্পেতে।
আমি হতে চাই না,
প্রেমিক তোমার রূপকথাতে।
শেষ করো না আমার জন্য কালি,
তোমার দোয়াতের।
আমি হারিয়ে গেছি অনেক আগেই,
কালি ভরা তোমার সেই পাতাতে ।

আর লিখো না আমায় নিয়ে,
কবিতা গল্প গুচ্ছ ।
ভুল বানানে বানিয়ো না,
আমার নামের দৃশ্য।
কলম হাতে ভেবো না আর ,
মিলিয়‌‌ না, আমার নামের ছন্দ।

কারণ হতে চাই না আমি,
তোমার গল্পের
কল্পনায় ভরা কোনো দৃশ্য ।।
                              - ধীমান

Comments