একটি হারিয়ে যাওয়া গল্প
প্রথম কলেজের প্রথম ক্লাস,
আজও মনে পড়ে,
চারদিকে ছিল শুধু অচেনা মুখ।
মনের মধ্যে ছিল একটা
অদ্ভুত আনন্দ আর,
তার সাথে একটা অজানা ভয়।
ক্লাসে গিয়ে বসেছিলাম, সেকেন্ড বেঞ্চে।
হঠাৎ একটা মেয়ের হাতের
কিছু কাগজ পরলো আমার সামনে,
আমাকে দেখে হাসলো
আর বললো, বন্ধু হবি?
পেলাম প্রথম দিনে, প্রথম বান্ধবী।
আস্তে আস্তে পুরো ক্লাসটাই
বন্ধু হয়ে গেলো আমার।
কিছু দিন পর প্রেমেও পরে গেলাম,
প্রথম প্রেম! দিনে রাতে
শুধু ওকে নিয়েই ভাবতাম।
মেয়েটা দেখতে ছিল খুবই মিষ্টি,
ক্লাসে এসে চুপটি করে বসে থাকতো ,
আস্তে আস্তে আমি
বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম মেয়েটির দিকে,
মেয়েটা এতটাই চুপ করে থাকতো,
আমি দশটা কথা বললে ,
ও একটা কথা বলতো ।
মেয়েটা লাজুক ছিল বটে ।
একদিন সাহস করে আমি
বলে দিলাম আমার ভালবাসার কথা,
উত্তরে আসলো না , যাইহোক হাল ছাড়লাম না।
আস্তে আস্তে ওর সাথে মেসেজে কথা বলা,
কলেজে সব সময় এক সাথেই থাকতাম,
কলেজে থেকে ওকে বাড়ি পৌঁছে দেওয়া,
টিউশন থেকে এক সাথেই বাড়ি ফেরা ।
রোজ কলেজের শুরুতে একটা চকলেট,
আর কলেজ শেষে একটা চকলেট।
তার বদলে ওর থেকে পেতাম আমি
একটা মিষ্টি হাসি ।
তখন চেয়ে থাকতাম আমি ওর দিকে ।
ওর মিষ্টি হাসিটাই ছিল আমার
সবচেয়ে দামী উপহার ।
জানো কখনো লিখিনি তোমায় নিয়ে,
আজ লিখছি তোমায় নিয়ে।
জানিনা তুমি পড়ছো কি না,
যদি কথাগুলো পড়ে থাকো ,
তাহলে একটা জিনিস জানতে চাইবো,
তুমি ভালো আছো তো?
- ধীমান
Excellent 👌👌👌👌👌
ReplyDelete