কি ভালোবাসবে তো ?

আজ খুব মনে পড়ছে তোমায় ।
আজ ইচ্ছে করছে , এই মাঝ রাত্তিরে
তোমার বাড়ির সামনে গিয়ে,
দেখে আসি তোমায় ।
তুমি আসবে তো ,
আমার ডাকে সাড়া দিয়ে ?
আমি অপেক্ষা করবো
তাকিয়ে থাকবো ,
তোমার ওই দোতলার  , জানালার দিকে ,
তুমি দেখা দিবে তো ?
আজ সত্যি খুব মনে পড়ছে তোমায় ।
আজ ইচ্ছে করছে ,
তোমার  ওই মিষ্টি, গায়ের গন্ধটা  শুনতে ।
ইচ্ছে করছে জড়িয়ে ধরতে তোমায় ,
আমায় জড়িয়ে ধরবে তো ?
আজ ইচ্ছে করছে ,
তোমার ঠোঁটের ছোঁয়া পেতে ,
তোমায় অনেক ভালোবাসতে ।
কি ভালোবাসবে তো ?

                          - ধীমান


Comments

Post a Comment