অজানা তুমি

জানিনা তুমি কে,
দেখা হয়েছিল টোটোতে।
ফেরাতে পারছিলাম না চোখ, তোমার থেকে।
জানিনা তুমি কে!
তোমার চোখ, চোঁখের কাজল,
বার বার তোমার চুল গুলো
তোমার চেহারায় আসা উফ্,
ফেরাতে পারছিলাম না
চোখ তোমার থেকে।
ইচ্ছে করছিল,
টোটোর সফরটা যেন শেষই না হয়।
বার বার তোমার দিকে দেখছিলাম,
তুমিও দেখেছিলে লুকিয়ে লুকিয়ে।
জানতে ইচ্ছে করছিলো,
তোমার নামটা কি?
কিন্তু জানা হয়নি।
তোমার চেহারার
মিষ্টি হাসির কারণটাও
খুব জানতে ইচ্ছে করছিলো,
কিন্তু জানা হয়নি।
                      
                      - ধীমান

Comments

Post a Comment