তোমার কবিতার উত্তর

তুমি লিখেছ,
"সুখের ছিল সেই মুহূর্তগুলো
যে মুহূর্তে আদি অন্তে ছিল তোমার ভালোবাসা । "

আমি লিখেছি,
আজও আছে সেই সুখের মুহূর্তগুলো,
যে মুহূর্তে আদি অন্তে আজও আছে,
আমার ভালোবাসা।

তুমি লিখেছ,
"ভালো ছিল সেই দিন গুলো
যে দিন তুমি বলতে প্লিজ ফোনটা রেখনা ,
আর একটু কথা বলো ।

মধুর ছিল সেই অনুভূতিগুলো
যখন আমাকে দেখার জন্য তুমি ,
পাগলের মতো ছটফট করতে ।"

আমি লিখেছি,
আজও একই আছে দিনগুলো,
আজও বলতে ইচ্ছে করে যে প্লিজ,
ফোনটা রেখনা আর একটু কথা বলো ,
কিন্তু কাজের জন্য বলা হয় না সেই কথা ।

মধুর আছে আজও সেই দিন গুলো,
আজও পাগলের মতো ছটফট করে,
কাজের শেষে ছুটে যাই তোমার,
বাড়ির রাস্তার দিকে ,
শুধু তোমায় দেখবো বলে ।

তুমি লিখেছ,
"মিষ্টি ছিল সেই ছোট ছোট মান অভিমানগুলো,
যখন আমার হাতে হাত রেখে বলতে,
তুমি রাগ করে থাকলে আমার যে খুব কষ্ট হয়।"

আমি লিখেছি,
মিষ্টি আছে আজও সব মান অভিমান গুলো,
আজও একই কথা বলছি , হাতে হাত রেখে
তুমি রাগ করে থাকলে আমার যে খুব কষ্ট হয়।

তুমি লিখেছ,
"কাছে টানত সেই দুরত্ব ,
অনেক দিন পর
যখন আমার কথা শুনে তুমি বলতে,
কত দিন পর আমার পাগলি টার
কথা শুনতে পেলাম ।"

আমি লিখেছি,
আজও কাছে টানছে সেই দুরত্ব,
যখন কাজের ফাঁকে তোমার কথা শুনে,
আজও বলি, কত সময় পর শুনলাম ,
পাগলি টার কথা ।

তুমি লিখেছ,
"হয়তো সেই দিন গুলো সত্যি ভালো ছিল
দিনের পর দিন কথা না বলেও
একে অপরের কত কাছাকাছি ছিলাম ।"

আমি লিখেছি
দিন গুলো আজও সত্যি ভালো আছে
সময়ের পর সময় কথা বলেও,
একে অপরের কত কাছাকাছি আছি ।

তুমি লিখেছ,
"কিন্তু আজ কথা হলেও
আমাদের মধ্যে একটা দুরত্ব চলে এসেছে ।"

আমি লিখেছি
আজও কোনো দুরত্ব ,
আসেনি আমাদের মধ্যে ।

তুমি লিখেছ,
"সেদিন তোমার চোখের কোণে
আমার জন্য ছিল সীমাহীন ভালোবাসা
কিন্তু, স্মৃতির পুরোনো পাতায়
সেই মুহূর্ত,অভিমান,অনুভূতি সবই আজ অতীত।"

আমি লিখেছি,
আজও আমার চোখের কোণে
তোমার জন্য রয়েছে সীমাহীন ভালোবাসা
কিন্তু, তা স্মৃতির পুরোনো পাতায় নয়,
সেই মুহূর্ত, অভিমান, অনুভূতি সবই আজ
আমার বর্তমানের পাতায়।।

                         - ধীমান

Comments

Post a Comment

My popular posts