ভারত রত্ন

১৯২৪ সালে জন্মেছিল  কৃষ্ণা দেবীর ঘরে ,
অটল দিয়েছিল নাম তার  আদর সোহাগ করে।
প্রথম শিক্ষা গোয়ালিয়রে ,
সরস্বতী শিশু মন্দির থেকে ।

 ডিস্টিংশন নেন
হিন্দি, ইংরেজি, সংষ্কৃতে ,
গোয়ালিয়রের ভিক্টোরিয়া কলেজ থেকে ।

১৯৪২ সালে রাজনীতিতে হাতেখড়ি হয়,
স্বাধীনতা আন্দোলন দিয়ে ।

১৯৫৭ সালে প্রথমবার,
অংশ নেন লোকসভা নির্বাচনে
তাঁর ভাষণের জোর এতটাই ছিল ,
যা প্রভাবিত করেছিল নেহরুকে ।

১৯৯৬ সালের শপথ নেন
ভারতের দশম প্রধানমন্ত্রী হিসাবে 
সমর্থন বেশি না থাকায় ,
ভেঙ্গে যায় সরকার ,  
শুধু মাত্র ১৩দিনে ।

১৯৯৮ সালের নির্বাচনে,
আবার জিতে বিজেপি ,
কিন্তু ভাগ্য সাথে না থাকায়,
ভেঙ্গে যায় আবার ১৩ মাসে।

১৯৯৯ সালে ফের নির্বাচনে,
ফের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে ।
কার্গিল যুদ্ধে জয়ী ভারত ,
সাফল্য হয় পরমাণু নিরীক্ষণে ।

২০০৫ সালে রাজনীতিতে,
অবসরের ঘোষণা করেন তিনি ।

২০১৫ সালে ভারত রত্ন সম্মানে
সম্মানিত করা হয় ,
অটল বিহারী বাজপেয়ীজী কে ।

২০১৮ ইংরেজি ১৬ আগষ্ট ভারত রত্ন,
চিরবিদায় নেন সকল,
ভারতবাসীকে কাঁদিয়ে ।।।

                            - ধীমান

Comments