দূর্গা
মা তুমি আসছো ,
তাই তো আনন্দ চারদিকে ।
লেগেছে হৈচৈ চারদিকে।
তোমার প্রতিমা গড়তে, ব্যস্ত সবাই ।
কাপড়ের দোকানে তুলছে ,
নুতন জামা কাপড় ।
আর আমি,
রোজ শহরে ঘুরে ঘুরে দেখি
তোমার আসার আনন্দের তৈয়ারী ।
আমিও অনেক খুশি , কারণ
রিয়া দিদির পুরোনো জামা কাপড় গুলো পাই পুজোতে ।
বাবা মরেছে আমার ,
যখন মায়ের গর্ভে ছিলাম আমি ।
তাই তো রিয়া দিদির ঘরে কাজ করে আমার মা ।
জানো মা, শুনেছি
তোমার প্রতিমা গড়তে নাকি ,
হাজার হাজার টাকা খরচা হয় ।
জানো মা, আমিও
রিয়া দিদির মতো স্কুলে পড়াতে চাই ,
কিন্তু আমার মায়ের কাছে ,
এতো টাকাই নেই
আমাকে বই খাতা কিনে দেওয়ার মতো।
জানো মা, আমার জন্ম হয়েছিল
তোমার পুজোর ষষ্ঠীর দিন,
তাই আমার মা ,
আমার নামটাও দিয়েছে তোমার নামে "দূর্গা" ।।
- ধীমান
Comments
Post a Comment