তারপর ?



আজও মনে আছে আমার
সেকেন্ড ইয়ারের প্রথম  টিউশন।
চার দিকে ছিল শুধু অচেনা মুখ
তখনও আসোনি তুমি ,
তুমিও তো ছিলে অচেনা একজন ।

হঠাৎ তোমার প্রবেশ একটু, আলাদা ছিলে তুমি ।
অনেক রাগী মনে হচ্ছিল দেখে তোমায় ,
যাইহোক ধারণাটি সত্যিই ছিল আমার ।

আস্তে আস্তে মেয়েটার,
প্রেমে পরতে থাকলাম আমি।
পরবো নাই বা কেন,
লেখার ফাঁকে তাকিয়ে থাকতো আমার দিকে ও ।
আমিও চেয়ে রইতাম, 
তাই তো প্রেমে পরেছি তোমার ।

ফাইনালের আগে
একটু একটু কথা বলার সাহস ,
করতে পেরেছিলাম তোমার সাথে ।
কিন্তু ভালোবাসি তা বলা হয়নি ।

কাগজের টুকরো ছিঁড়ে লিখেছিলাম
প্রথম চিঠি ,
চিঠিতে চেয়েছিলাম তোমার ফোন নম্বর ।
দিনটি  ছিল আমাদের টিউশনের
শেষ দিন। 

তারপর ?
                :- ধীমান

Comments