এক দুঃখীনির গল্প



ওরে দুঃখীনি সুখ শব্দটা তোমার নয় ,
ভেবেছিলে সুখি হবে তুমি, তা ভুল ।
ওরে দুঃখীনি কারোর মনে ,
আঘাত করোনি তুমি ,
কিন্তু পৃথিবীর সব আঘাত যে তোমার মনে ।
সব কিছু হাসি মুখে  গ্রহণ করেছ তুমি ,
আর তোমার কপালেই দুঃখ ! ভগবান ।
যৌবনে হারিয়েছ স্বামী ,  কোলে তিন সন্তান ।
চোখের জল মুছে আগলে রেখেছিলে তিন সন্তান।
দুঃখের সাথে খেলা করে,
বছরের পর বছর কাটিয়ে দিলে ,
দেখতে দেখতে বড় হলো তিন সন্তান।
মেজো কন্যাটির বিয়ে দিলে ,
কন‍্যাটি জন্ম দিল এক কন‍্যা সন্তান ।।
হয়তো দুঃখীনির কপাল ফিরেছে !
বছর কয়েক পেরোতেই ,
বৌ আনলো বড় ছেলেটি ,
আহা কি ফুট ফুটে বৌ খানি।
বড় ছেলে চাকরি করে ,
ছোট ছেলে ওই টুকি টাকি ।
এবার নিশ্চয় ফিরেছে দুঃখীনির কপাল ।
ওমা একি !
বলেছিলামই তো ,
"দুঃখীনি সুখ শব্দটা তোমার নয় "
বিয়ের বছর এক হতে না হতেই ,
মরে গেলো বড় ছেলেটা ।
একি বিচার ভগবানের!!!
                                  :- ধীমান

Comments