ভালোবাসার পাণ্ডুলিপি
লিখেছিলাম ভালোবাসার পাণ্ডুলিপি ,
আমার খাতায় তোর হাত দিয়ে ।
আজো রয়েছিস তুই,
আমার পুরোনো খাতায়,
আমার প্রিয় কবিতা হয়ে ।
ভাবছি বসে আজ ,
মেলাব ছন্দ
তোর হাসি নিয়ে ,
লিখতে গিয়ে লিখে ফেললাম,
না থামা তোর ঠোঁট নিয়ে।
- ধীমান
Comments
Post a Comment