মা
তোমার রীণ শোধ করার ক্ষমতা ,
নেই আমার মা ।
তোমার কাছে বন্ধক হয়ে
চিরজীবন থাকতে চাই মা ।
মাসের পর মাস গর্ভে ধরলে ,
কত ব্যাথা সহ্য করলে
তবুও শেষে ,
একটুও কাঁদলে না তুমি মা ।
আমাকে স্বপ্ন দেখাতে গিয়ে ,
নিজের স্বপ্ন ত্যাগ করলে ।
তবুও তোমার মুখের ,
হাঁসি কখনো যায় নি কেন মা ?
আমার একটুখানি জ্বর হলে ,
আমার পাশেই বসে থাকো ।।
তোমার শরীর অসুস্থ হলে,
তুমি রান্না ঘরটা ছাড়ো না কেন মা ?
তোমার রীণ শোধ করার ক্ষমতা ,
নেই আমার মা ।
তোমার কাছে বন্ধক হয়ে
চিরজীবন থাকতে চাই মা ।
- ধীমান
Comments
Post a Comment