জুঁই
ট্রেন ধরে আসছিলাম ।
দেখা হয় এক অভিমানী কন্যার সাথে ।
অভিমানের কারণ ছিল ,
ট্রেনে ওঠার আগে হোঁচট খেয়ে ,
ছিঁড়েছে জুতো তার ,
রাগে লাল টুকটুকে মুখটা,
ইস্ দেখার মত ছিল ।
জানালার ধারে বসে
বাইরের দৃশ্য দেখতে দেখতে
হাঁসিতে পরিণত হয় সেই
লাল টকুটুকে মুখটা তার ।।
আনন্দে ভরে উঠেছিল ওই কন্যাটি ।
পোড়া কপাল
আনন্দ কি আর বেশি সময়ের থাকে ?
ট্রেনের জানালার ধারে বসেছিল
তাই মাথার হেয়ারব্যান্ড টি,
উড়িয়ে নিয়ে যায় ট্রেনের বাতাসে ।
আসলে প্রকৃতিরও খুব ইচ্ছে করছিল
অভিমানী মেয়ের অভিমান ভরা মুখটা দেখার ।।
- ধীমান
Comments
Post a Comment