বৃষ্টি



বৃষ্টি, তুমি চেনো কি ?
 আমার ভালোবাসাকে।
জানো, অনেক দিন থেকে দেখছি না ওকে  ।।
শুনতেও পাই না এখন ওকে ।।
আজ ও বসে পড়ছি ওর দেওয়া চিঠি গুলো ।
অপেক্ষা করছি আজও ওর চিঠির।

বৃষ্টি,  তুমি একটু দেখে আসবে
আমার ভালোবাসাকে?
আমার ভালোবাসার চিঠি খানি
দিয়ে আসবে আমার ভালোবাসাকে ?

শুনছো বৃষ্টি ,
না হয় আমাকেই নিয়ে যাও
তোমার সাথে করে ।
বৃষ্টি হয়ে ছুয়ে আসবো
আমার তনুশ্রী কে ।।
 
                         - ধীমান

Comments