শুনছো তনুশ্রী



লিখছি  কাব‍্য  আজ ,
তোমার প্রেমের প্র‌েমিক হয়ে ।
দেখছি স্বপ্ন আজ ,
তোমার প্রেমের প্র‌েমিক হয়ে ।

শেষ নিঃশ্বাস পর্যন্ত ,
ভালোবাসাবো তোমায় ।
তোমার প্রেমের প্র‌েমিক হয়ে ।।

                 তোমার প্রেমিক ধীমান

Comments