special power এর অপব্যবহার

মেয়ে দের জন্য special power দেওয়া হয়েছে।
মেয়েদের যেকোনো কথা আমাদের আইন ব্যবস্থা চট জলদি শুনে নে ।
তাহলে ওই  special power এর অপব্যবহার করা কি উচিত ?
সাধারণত যখন কোন মেয়ে আমাদের কিছু বলে,
 তখন কিছু না ভেবেই আমরা ওই কথাটা বিশ্বাস করে নেই।
যখন কোন মেয়ে  কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করে বা 
নিয়ে আসে , তখন আমরা সবাই ওই  ব্যক্তির শাস্তির দাবিতে ব্যস্ত হয়ে যাই , কোনো যাচাই ছাড়াই Social mediaতে ওই ব্যক্তির বিরুদ্ধে চাইতে থাকি শাস্তির ভিক্ষা ।
কিন্তু আমরা একবারও ফিরে তাকাই না ওই বেচারা ব্যক্তিটির দিকে, আদৌ কি উনার কোনো দোষ ছিল কি না
জানবার চেষ্টা ও করি না ।

ব্যক্তিটি কে ঘিরে ফেলে হাজার হাজার প্রশ্ন ,
ঘিরে ফেলে অনেক ধরনের সমিতি ।
আর যখন আইন কিছুটা যাচাই করতে যায়
তখন আমাদের সমাজের কিছু বুদ্ধিজীবীদের কথা /Social media প্রেমিকদের post সব গুলো মিলে  মৃত্যু ঘটিয়ে দেয়ে আইনের যাচাই এর ।
আর জয় হয় মেয়ে দের special power এর

সবার কাছে অনুরোধ আমার, সব কিছুর যাচাই করে তার পর বিচার করা উচিত  ।

Comments