অজানা কথা
21/02/2018 এর কথা বলছি
আমি আমার প্রিয় শহর থেকে বাইরে ছিলাম
আমি এমনই এক কাজ ভালোবাসি যে কাজে আমার প্রায়ই বাইরে থাকতে হয় ।
বাইরে থাকাটা অনেকই মজার । কয়েক দিন পর পরই নতুন মানুষ নতুন শহরের সাথে দেখা হয় আমাদের ,
আমরা তিন বন্ধু এই কাজে জড়িত ,
প্রায়ই রেলের পথে যেতে হতো দুর দুরান্তে ,
অজানা শহরে ঘোরাফেরার মজার সাথেও ঘঠে যেতো অনেক আজব ঘটনা ,
এমনই এক আজব ঘটনা আজ তুলে ধরছি আমি
আপনাদের কাছে ,
21/02/2018 ছিলাম ধর্মনগর শহরের একটি লজে ,
দিনটি ছিল আমাদের কাজের তৃতীয় দিন ,
যেদিন থেকে লজে ছিলাম ওইদিন থেকেই কেমন একটা অশান্তি পিছু করেছিল আমাদের ,
না ঘুমাতে পারতাম না কিছু কাজ করতে পারতাম ,
আমরা ছিলাম দুজন আমি আর সুমিত , আর সুদিপ 23/02/2018 তে এসেছিল
21/02/2018 কাজটা ছিল রাতে, আমার শরীরটা ঠিক না থাকায় আমি কাজে যেতে পারিনি, তো সুমিত কে পাঠিয়ে ছিলাম আর আমি একা লজে ছিলাম ,
লজের রুমটা অনেকটা বড় ছিল, ২টি বিছানা ছিল ,
রাতের কিছু সময় যাওয়ার পর আমার সময় কাটছিলনা বলে Social media গুলোতে ঘোরাঘুরি করছিলাম ,
ঠিক তখনই আমার নজর গেলো আমার সামনে আয়নাটার দিকে ওই আয়নাটা দিয়ে দেখা যেত আমার পাশের বিছানাটা ,
, আয়নাতে দেখতে পাওয়া বিছানার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম , দেখলাম আমার পাশের বিছানায় কে যেন বসে আছে ,
প্রথমে দেখে ভাবলাম হয়ত মনের ভুল ।
তখন আবার আয়নার দিকে দেখলাম তখন দেখলাম সত্যি কে যেন বসে আছে কিন্তু মুখটা কোনো ভাবেই দেখতে পারছিলাম না , আমি ভূত বা কিছু আছে তা আমি বিশ্বাস করতাম না তাই তখন পর্যন্ত বুঝতে পারছিলাম না লোকটা কে ?
তখন আমি গিয়ে জিজ্ঞেস করেছিলাম লোকটা কে যে আপনি কে আর রুমে কেমন করে আসলেন ।
আর তখন পাশের বিছানার দিকে যেতেই দেখি লোকটা নেই
তা দেখে আমি একটু ঘাবড়ে যাই ,
আর তখন আয়নাটেকে আমার এক Shirt দিয়ে ঢেকে দিয়ে আমার বিছানায় বসে পরি ,
কিছু সময় পর
আবার আমি আমার মোবাইল টা নিয়ে ব্যস্ত হয়ে
পরলাম আর ভাবতে থাকলাম আমার মনের ভুল ছিল ।
আর তখনই ঘটলো আর একটি ঘটনা ...
তখন দেখলাম আমার সামনে দিয়ে কে যেন আসা যাওয়া করছে , তখন কাউকে তো দেখছিলাম না শুধু একটা ছায়ার মতো কি একটা ছিল , ওই রাত্রিটা এই ভাবেই কেটে গেল ,
তার পর দিন সকাল ৬টায় সুমিত এসেই ঘুমিয়ে পরলো। আমি তখন সুমিত কে কিছু বললাম না , বললাম ঘুমিয়ে যা সারা রাত কাজ করেছিস ,
বলে আমিও ঘুমিয়ে পরলাম ,
ওই দিন ১১টা নাগাদ আমরা দুজনই ঘুমিয়ে ছিলাম আর ঠিক তখনই সুমিতের ডাকে আমার ঘুম ভেঙ্গে যায় ,
আমি সুমিত কে বললাম ডাকছিস কেন?
তখন সুমিতের কথায় বুঝে গেলাম সত্যি এই রুমে কিছু একটা আছে ,
সুমিত বললো ও যখন ঘুমোচ্ছিলো তখন নাকি ওকে পেছন থেকে কে ধাক্কা দিয়েছে আর অল্পের জন্য বিছানা থেকে পরে যেতে ছিল ।
তার পর আমি সুমিত কে রাতের ঘটে যাওয়া
ঘটনার কথা বললাম , তা শুনে সুমিত বললো আমি তোকে আগেই বলেছিলাম এই রুমে কিছু আছে ।
তার পর থেকে ঘটে যাচ্ছিল একের পর এক ঘটনা
তার পর এই ঘটনা গুলো থেকে মজা পেতে শুরু করলাম ,
তার এক দিন পর সুদিপ আসলো আর ওকে কিছু বললাম না ,
কিন্তু ওই দিন রাতে সুদিপ ও সব কিছু বুঝতে পারলো ,,
তার পর অনেক ধরণের ঘটনা ঘটলো যেমন কারো কান্নার আওয়াজ শুনতাম , আর রুমে শুধু মেয়েদের চুল পেতাম ।
তার কিছু দিন পর আবার আমরা নিজের শহরে ফিরে আসলাম ।
আমি আমার প্রিয় শহর থেকে বাইরে ছিলাম
আমি এমনই এক কাজ ভালোবাসি যে কাজে আমার প্রায়ই বাইরে থাকতে হয় ।
বাইরে থাকাটা অনেকই মজার । কয়েক দিন পর পরই নতুন মানুষ নতুন শহরের সাথে দেখা হয় আমাদের ,
আমরা তিন বন্ধু এই কাজে জড়িত ,
প্রায়ই রেলের পথে যেতে হতো দুর দুরান্তে ,
অজানা শহরে ঘোরাফেরার মজার সাথেও ঘঠে যেতো অনেক আজব ঘটনা ,
এমনই এক আজব ঘটনা আজ তুলে ধরছি আমি
আপনাদের কাছে ,
21/02/2018 ছিলাম ধর্মনগর শহরের একটি লজে ,
দিনটি ছিল আমাদের কাজের তৃতীয় দিন ,
যেদিন থেকে লজে ছিলাম ওইদিন থেকেই কেমন একটা অশান্তি পিছু করেছিল আমাদের ,
না ঘুমাতে পারতাম না কিছু কাজ করতে পারতাম ,
আমরা ছিলাম দুজন আমি আর সুমিত , আর সুদিপ 23/02/2018 তে এসেছিল
21/02/2018 কাজটা ছিল রাতে, আমার শরীরটা ঠিক না থাকায় আমি কাজে যেতে পারিনি, তো সুমিত কে পাঠিয়ে ছিলাম আর আমি একা লজে ছিলাম ,
লজের রুমটা অনেকটা বড় ছিল, ২টি বিছানা ছিল ,
রাতের কিছু সময় যাওয়ার পর আমার সময় কাটছিলনা বলে Social media গুলোতে ঘোরাঘুরি করছিলাম ,
ঠিক তখনই আমার নজর গেলো আমার সামনে আয়নাটার দিকে ওই আয়নাটা দিয়ে দেখা যেত আমার পাশের বিছানাটা ,
, আয়নাতে দেখতে পাওয়া বিছানার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম , দেখলাম আমার পাশের বিছানায় কে যেন বসে আছে ,
প্রথমে দেখে ভাবলাম হয়ত মনের ভুল ।
তখন আবার আয়নার দিকে দেখলাম তখন দেখলাম সত্যি কে যেন বসে আছে কিন্তু মুখটা কোনো ভাবেই দেখতে পারছিলাম না , আমি ভূত বা কিছু আছে তা আমি বিশ্বাস করতাম না তাই তখন পর্যন্ত বুঝতে পারছিলাম না লোকটা কে ?
তখন আমি গিয়ে জিজ্ঞেস করেছিলাম লোকটা কে যে আপনি কে আর রুমে কেমন করে আসলেন ।
আর তখন পাশের বিছানার দিকে যেতেই দেখি লোকটা নেই
তা দেখে আমি একটু ঘাবড়ে যাই ,
আর তখন আয়নাটেকে আমার এক Shirt দিয়ে ঢেকে দিয়ে আমার বিছানায় বসে পরি ,
কিছু সময় পর
আবার আমি আমার মোবাইল টা নিয়ে ব্যস্ত হয়ে
পরলাম আর ভাবতে থাকলাম আমার মনের ভুল ছিল ।
আর তখনই ঘটলো আর একটি ঘটনা ...
তখন দেখলাম আমার সামনে দিয়ে কে যেন আসা যাওয়া করছে , তখন কাউকে তো দেখছিলাম না শুধু একটা ছায়ার মতো কি একটা ছিল , ওই রাত্রিটা এই ভাবেই কেটে গেল ,
তার পর দিন সকাল ৬টায় সুমিত এসেই ঘুমিয়ে পরলো। আমি তখন সুমিত কে কিছু বললাম না , বললাম ঘুমিয়ে যা সারা রাত কাজ করেছিস ,
বলে আমিও ঘুমিয়ে পরলাম ,
ওই দিন ১১টা নাগাদ আমরা দুজনই ঘুমিয়ে ছিলাম আর ঠিক তখনই সুমিতের ডাকে আমার ঘুম ভেঙ্গে যায় ,
আমি সুমিত কে বললাম ডাকছিস কেন?
তখন সুমিতের কথায় বুঝে গেলাম সত্যি এই রুমে কিছু একটা আছে ,
সুমিত বললো ও যখন ঘুমোচ্ছিলো তখন নাকি ওকে পেছন থেকে কে ধাক্কা দিয়েছে আর অল্পের জন্য বিছানা থেকে পরে যেতে ছিল ।
তার পর আমি সুমিত কে রাতের ঘটে যাওয়া
ঘটনার কথা বললাম , তা শুনে সুমিত বললো আমি তোকে আগেই বলেছিলাম এই রুমে কিছু আছে ।
তার পর থেকে ঘটে যাচ্ছিল একের পর এক ঘটনা
তার পর এই ঘটনা গুলো থেকে মজা পেতে শুরু করলাম ,
তার এক দিন পর সুদিপ আসলো আর ওকে কিছু বললাম না ,
কিন্তু ওই দিন রাতে সুদিপ ও সব কিছু বুঝতে পারলো ,,
তার পর অনেক ধরণের ঘটনা ঘটলো যেমন কারো কান্নার আওয়াজ শুনতাম , আর রুমে শুধু মেয়েদের চুল পেতাম ।
তার কিছু দিন পর আবার আমরা নিজের শহরে ফিরে আসলাম ।
Comments
Post a Comment