অসম্ভব
হয়তো তুই ভালোবাসা হয়ে চোখে নেমে আসতি।
তখন হয়তো ঘুমিয়ে যেতাম ,
হারিয়ে যেতাম কোন ভালোবাসার স্বপ্নে ।
কিন্তু তা অসম্ভব !
হয়তো তোকে পেয়ে যেতাম, অনেকটাই আগে,
তখন হয়তো বুঝতাম না,
জেগে থাকার মর্ম, কাকে বলে ।
কিন্তু তোকে পাওয়া অসম্ভব ।
হয়তো তোকে আজ পেয়ে যেতাম ,
হারিয়ে থাকতাম কোন স্বপ্নে ।
তখন হয়তো লিখা হত না,
এই কবিতা টি তোর জন্যে ।।
~ধীমান কুড়ি~
Comments
Post a Comment