অভিশপ্ত কন্যা

রাক্ষসদের হাতে পরেছিলি আজ নিজেকে বাঁচিয়ে তুই দোষী ।। অভিশাপ করেছে তোকে গ্রাস মুক্তি পেতে হলে যাবি চিরোনিদ্রাবাস ।।। মুক্তির খোঁজে ফিরছিস ঘৃণার পথে ।। চোখ জ্বলছে কালো নিকৃষ্ট শহরে । কত আছে , নিচ্ছে তাঁরা তোর শরীরের ঘ্রাণ। অমানুষ করতে চাইছে তোর রক্ত পান ।।। আর তুই চাইছিস মুক্তি ! চন্ডালগুলো বসে আছে তোর শরীর জালিয়ে তবেই পাবে ওরা তৃপ্তি ।।।

~ধীমান কুড়ি~

Comments

Post a Comment

My popular posts