অভিমান
তোমার অভিমান ভরা চোখে ,
ভালোবাসা আছে আমার জন্য।
তোমার অভিমান ভরা চেহারায় ,
ভালোবাসা আছে আমার জন্য।
ভালোবাসা আছে আমার জন্য।
তোমার অভিমান ভরা চেহারায় ,
ভালোবাসা আছে আমার জন্য।
অভিমান করে ফিরে,
তোর না চাওয়াতে,
ভালোবাসা খুঁজে পাই আমার জন্যে ।
তোর না চাওয়াতে,
ভালোবাসা খুঁজে পাই আমার জন্যে ।
অভিমান করে তোর না বলা কথায় ,
আমি তোর কথা খুঁজে পাই
আমার জন্যে ।
অভিমানে পাঠানো তোর ,
অভিমান ভরা চিঠিতে ও
ভালোবাসা খুঁজে পাই আমার জন্য ।।
আমি তোর কথা খুঁজে পাই
আমার জন্যে ।
অভিমানে পাঠানো তোর ,
অভিমান ভরা চিঠিতে ও
ভালোবাসা খুঁজে পাই আমার জন্য ।।
- ধীমান
Comments
Post a Comment