❤️আমার ভালবাসা তনুশ্রী❤️
আমার পৃথিবীটা ছিল একদম শান্ত ,
কম কথা বলা গম্ভীর প্রকৃতির ।
ভাবিনি কখনও এই শান্ত পৃথিবীতে তুমি আসবে ,
যার কথা অফুরন্ত । যার পাগলামো অফুরন্ত ।
যখন তোমার চোখ ঠোঁট কথা বলতে ব্যাস্থ থাকে
তখন আমার , কথা না বলা চোখ
শুধু তোমাকেই দেখতে থাকে ।
যখন তোমার না থামা ঠোঁট অফুরন্ত কথা বলতে থাকে ,
তখন আমার এই মন
শুধু তোমাকেই শুনতে থাকে ।
তোমার সাথে রাস্তায় চলার পথের তোমার পাগলামো ওফ ,
আমি বুঝে গেছি ,তোমার পাগলামো সামলিয়েই
আমার পুরো জীবনটা কাটতে হবে ,
আর হ্যাঁ আমি তোমার পাগলামো সামলিয়েই
আমার জীবনটাকে কাটতে চাই ।
তোমার অফুরন্ত ভালবাসায় , নিজেকে ডুবিয়ে দিতে চাই । ❤️❤️❤️
আমি ওর ভালোবাসা - ধীমান
Comments
Post a Comment