বিধাতা তুমি আছো কি?



ধুলো মাখা এই শহরে
কালো ধোঁয়ার মুখোশে
অভিনয়ের জগতে
চলছি হাসি মুখে।

সুখীরাও আজ হাসে না
দুঃখীরাও আজ কাঁদে না
বিধাতা ও আজ বোঝে না
কে দুঃখী , কে সুখী ?

বিধাতা তুমি আছো কি,
নিজেকে নিয়ে হাসো কি?

Comments