ভালোবাসা
তোমাকে ভালোবেসে আজ
ভালোবাসা কে বুঝেছি ,
তোমার হাসি নিয়ে,
আজ স্বপ্ন দেখতে শিখেছি ।
ভালোবাসা কে বুঝেছি ,
তোমার হাসি নিয়ে,
আজ স্বপ্ন দেখতে শিখেছি ।
জানো তনুশ্রী ,
আমার হৃদস্পন্দনে শুধু ,
তোমাকে শুনতে পেয়েছি ।
আমার হৃদস্পন্দনে শুধু ,
তোমাকে শুনতে পেয়েছি ।
আমার প্রত্যেক নিশ্বাসে,
শুধু তোমাকে গুনেছি ।
তোমার রাগ দেখানো চোখেও ,
ভালোবাসা খুঁজে পেয়েছি।
শুধু তোমাকে গুনেছি ।
তোমার রাগ দেখানো চোখেও ,
ভালোবাসা খুঁজে পেয়েছি।
- ধীমান
Comments
Post a Comment