সত্যহীণ


ভালোবেসেছি তাঁকে ,
কিছু সত্যের আড়ালে ।
বুনেছি কিছু অসত্য 
ভালোবাসার জ্বাল।
সম্ভব নয় পাওয়া তোকে
তবুও কেন মন খোঁজে ফেরে
সেই সত্যহীণ ভালোবাসাটাকে ।
আজ প্রায় বন্দি তোর ভালোবাসায় ,
অজান্তে আজ কয়েদি তোর ভালোবাসায় ।
বল না মানসী ,
কি জাদু আছে তোর বন্দিসালায় ।
না চাইতেও কয়েদি আমি ,
তোর ভালোবাসায় ।।।
।।ধীমান কুড়ি।।

Comments