স্বপ্ন
দেখতে ভালো লাগে তোমায়
কারণ তুমি স্বপ্ন।
আমার ইচ্ছে না থাকলেও ঘুরিয়ে আনো
তোমার দেশ থেকে
জানো স্বপ্ন তুমি খুবই সুন্দরী।
তোমার জন্যই হয়তো বেঁচে আছি আজ।
তোমার ভালোবাসাটাকে আঁকড়ে ধরে
তোমাকে মন ভরে দেখতে শিখেছি আজ।
আমার পৃথিবীতে যখন একা বসে থাকি
ঠিক তখনই
আমায় সঙ্গী করে নেয় তোমার ছোঁয়া
কারণ তুমি স্বপ্ন।
আমার ইচ্ছে না থাকলেও ঘুরিয়ে আনো
তোমার দেশ থেকে
জানো স্বপ্ন তুমি খুবই সুন্দরী।
তোমার জন্যই হয়তো বেঁচে আছি আজ।
তোমার ভালোবাসাটাকে আঁকড়ে ধরে
তোমাকে মন ভরে দেখতে শিখেছি আজ।
আমার পৃথিবীতে যখন একা বসে থাকি
ঠিক তখনই
আমায় সঙ্গী করে নেয় তোমার ছোঁয়া
"স্বপ্ন সুন্দরী" তোমার দেশেই ঘুরে বেড়াচ্ছি আমি
তোমার দেওয়া ভালোবাসাতেই
নিজেকে বন্দি করার ধান্দায় আমি আজ ,
তোমার দেওয়া ভালোবাসাতেই
নিজেকে বন্দি করার ধান্দায় আমি আজ ,
কারণ বাইরের পৃথিবীটা মিথ্যে
বাইরের ভালোবাসাটা মিথ্যে
বাইরের ভালোবাসাটা মিথ্যে
মিথ্যে ভালোবাসা থেকে
কল্পনার দুনিয়াই ভালো ।
কল্পনার দুনিয়াই ভালো ।
- ধীমান
Comments
Post a Comment