রূপকথা

  

আজ ভুলেছি আমি নিজেকে ,
আজ শুনেছি আমি তোমাকে
আজ দেখেছি আমি নিজেকে,
তোমার দেখা সেই স্বপ্নে
ভুলেছি নিজের স্বপ্ন ,
দেখেছি তোমার স্বপ্ন

বুনেছি তোমার স্বপ্ন
,নিজের এক স্বপ্ন
লিখেছি এক রূপকথা ,
তোমার ভালোবাসার গল্পে
লিখেছি আরও রূপকথা ,
নিজের ভালোবাসার স্বপ্নে

  •                    -ধীমান

Comments