তনুশ্রী

         

তোমার আমার প্রেমের নেশা ,
শুধু কাটাতে চাই না এই জন্মে ।
আর সাতটি জন্ম চাইছি ধার ,
দেবে তো তনুশ্রী ?
হাজার ভুল বোঝার মাঝেও ,
তোমায় খুঁজে পেয়েছি ।
আমার জীবন জুড়ে ,
থাকবে তো তনুশ্রী ?
চিঠির পর চিঠি ,
ভালোবাসার কবিতা ।
আজও আছি অপেক্ষায় ,
তুমি লিখবে তো তনুশ্রী ?
গেয়েছি গান তোমায় নিয়ে ,
আজও গাইছি তোমায় নিয়ে ।
লিখবো গান তোমায় নিয়ে ,
তুমি শুনবে তো তনুশ্রী ?
-ধীমান

Comments