Skip to main content
অভিশপ্ত ভালোবাসা
অভিশপ্ত ভালোবাসা
ডুবেছি তোর চোখে আজ ,
ভালোবাসায় হলাম ডুবুরি আজ ।
দেখছিস কেন অভিমান চোখে
ডুবে মরতে রাজি আমি ,
তোর চোখে আজ ।
ভালোবাসার অন্ধ মোরা ,
সমাজের চোখে পাপ সেটা আজ ।
যেদিকে নিয়ে যাবি ,
যাব সেদিকে আজ ।
তোর বুকে মাথা রেখে ,
চোখ মুজতে রাজি আমি আজ।
ইচ্ছে হয় তোকে নিয়ে মরে যাই,
কারণ এই
অভিশপ্ত ভালোবাসা নিয়ে
জীবিত থাকা অসম্ভব আজ ।
Comments
Post a Comment